কিশোরগঞ্জে বজ্রপাতে তিনজনের মৃত্যু

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: উম্মে হাবিবা জুঁই এ তথ্য নিশ্চিত করেন।

সজীব আহমেদ, ভৈরব (কিশোরগঞ্জ)

Location :

Bhairab
নয়া দিগন্ত

কিশোরগঞ্জ প্রতিনিধি ও ভৈরব সংবাদদাতা

কিশোরগঞ্জের ভৈরবে মাঠে কাজ করার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন ভৈরব উপজেলার রসুলপুর গ্রামের ফারুক মিয়া ও শ্রীনগর গ্রামের ফয়সাল মিয়া। এছাড়া পাশের উপজেলা কুলিয়ারচরের হাজারি নগর গ্রামের কবির মিয়া।

ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডা: উম্মে হাবিবা জুঁই এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, বিকেল ৩টার দিকে বৃষ্টির সাথে বজ্রপাত শুরু হয়। এ সময় মাঠে কাজ করতে গিয়ে তিনজনই গুরুতর আহন হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এদিকে হোসেনপুর উপজেলার কুড়িঘাটে এলাকায় বজ্রপাতে আড়াইবাড়িয়া গ্রামের আবু বকর নামে একজন গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডা: তানভীর হাসান জিকো বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি বর্তমানে কিছুটা সুস্থ আছেন।