ভোলায় খতিব হত্যায় ৬ দিন পর ছেলে গ্রেফতার

আজ বিকেল ৩টায় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে তদন্তের অগ্রগতি ও গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
ভোলায় খতিব হত্যায় ৬ দিন পর ছেলে গ্রেফতার
ভোলায় খতিব হত্যায় ৬ দিন পর ছেলে গ্রেফতার |নয়া দিগন্ত

ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের জেলা সেক্রেটারি ও উপজেলা মসজিদের খতিব মাওলানা আমিনুল হক নোমানীর হত্যাকাণ্ডে ছয়দিন পর তার ছেলে রেদোয়ানকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ শনিবার সকালে তজুমদ্দিন উপজেলা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পারিবারিক ও সামাজিক বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডে পরিবারের সদস্যদের সম্পৃক্ততার সন্দেহ পাওয়া গেছে। তদন্তের অগ্রগতির অংশ হিসেবে তার ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়া হয়েছে।

এ ঘটনায় আজ বিকেল ৩টায় ভোলা জেলা পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে তদন্তের অগ্রগতি ও গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে নিশ্চিত করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ৭ সেপ্টেম্বর রাত ৯টায় ভোলা সদর উপজেলার চরনোয়াবাদ এলাকায় নিজ বাড়িতে দুর্বৃত্তদের হামলায় নিহত হন মাওলানা আমিনুল হক নোমানী। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।