চাঁদপুরের হাজীগঞ্জে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মতবিনিময় করেছেন জেলার পুলিশ সুপার মো: রবিউল হাসান।
শনিবার (২৪ জানুয়ারি) রাত ৮টায় উপজেলার স্টার হোটেল সংলগ্ন এলাকায় হাজীগঞ্জ থানা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার। সভা সঞ্চালনা করেন পুলিশ পরিদর্শক রাজিব শর্মা।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) রাজ্জাকুল হায়দার। সভায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, চাঁদপুর-৫ আসনের প্রার্থীদের প্রতিনিধি, বাজার ব্যবসায়ী, সাধারণ ভোটার, সুশীল সমাজের প্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।
মতবিনিময় সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটকেন্দ্রের নিরাপত্তা, নির্বাচনী আচরণবিধি বাস্তবায়ন, যানজট ও ট্রাফিক ব্যবস্থাপনা এবং ভোটের দিন সার্বিক নিরাপত্তা নিয়ে উপস্থিতরা পুলিশ সুপারের কাছে বিভিন্ন প্রশ্ন তুলে ধরেন। পুলিশ সুপার তাৎক্ষণিকভাবে সেসব প্রশ্নের উত্তর দেন এবং সবার উদ্বেগ মনোযোগ দিয়ে শোনেন।
ভোটারদের এক প্রশ্নের জবাবে পুলিশ সুপার রবিউল হাসান বলেন, ‘আমরা ডানে-বামে নেই, আমরা সম্পূর্ণ নিরপেক্ষ অবস্থানে আছি। আমরা লটারির মাধ্যমে এই জেলায় দায়িত্ব পেয়েছি। আপনাদের ওসি সাহেব শরিয়তপুর থেকে এসেছেন, আমি গাজীপুর থেকে। আপনাদের এখানে দায়িত্ব পালনে আমাদের সবসময় সতর্ক থাকতে হয়। অনেক সময় টেনশনে ঘুমও হয় না। পিবিআই বা সিআইডিতে থাকলে হয়তো শান্তিতে দায়িত্ব পালন করা যেত। কিন্তু এখানে আমরা দায়িত্ব নিয়েছি নির্বাচনকে শতভাগ নিরপেক্ষ রাখতে। কেউ কোনো অসদুপায় অবলম্বন করার চেষ্টা করলে এক বিন্দুও ছাড় দেয়া হবে না।’
তিনি আরো বলেন, ‘নির্বাচনী পরিবেশ শান্তিপূর্ণ রাখতে পুলিশ প্রশাসন সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। প্রতিটি ভোটকেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে বিশেষ নজরদারি রাখা হবে। কোনো প্রকার বিশৃঙ্খলা, ভয়ভীতি বা প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’
সভায় উপস্থিত ব্যবসায়ী, ভোটার ও সাংবাদিকরা পুলিশের এ ধরনের উন্মুক্ত মতবিনিময় সভাকে সময়োপযোগী উদ্যোগ হিসেবে উল্লেখ করেন এবং নির্বাচনের আগে এ ধরনের সভা আরো বাড়ানোর আহ্বান জানান।
সভা শেষে পুলিশ সুপার উপস্থিত সবার সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।



