গাজীপুরে ছাদ থেকে পড়ে কারখানা শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, সংঘর্ষে আহত ২৫

‘শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের নয়জন পুলিশ সদস্য ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন। শ্রমিকরা আমাদের একটি এপিসি গাড়ি ভাংচুর করেন। কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়।’

মোহাম্মদ আলী ঝিলন, গাজীপুর

Location :

Gazipur
গাজীপুরে ছাদ থেকে পড়ে কারখানা শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, সংঘর্ষে আহত ২৫
গাজীপুরে ছাদ থেকে পড়ে কারখানা শ্রমিকের মৃত্যুতে বিক্ষোভ, সংঘর্ষে আহত ২৫ |নয়া দিগন্ত

গাজীপুরে কারখানার আটতলা ভবন থেকে পড়ে শ্রমিক জাকির হোসেন (২৪) নিহতের ঘটনায় বিক্ষোভ করেছে সহকর্মীরা। এসময় উত্তেজিত বিক্ষোভকারীরা ওই কারখানা এবং পুলিশের সাঁজোয়াজান ভাংচুরের চেষ্টা চালায়। সংঘর্ষে উভয়পক্ষের ২৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৩ জুন) শ্রীপুর উপজেলার জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিক জাকির হোসেন(২৪) নেত্রকোনার বারহাট্টা উপজেলার বাদেচিরাম গ্রামের মোক্তার উদ্দিনের ছেলে। সে শ্রীপুরের নয়নপুর (নতুন বাজার) এলাকার জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাকর কারখানায় চাকরি করতেন।

এরআগে সোমবার (২ জুন) সন্ধ্যায় ছাদ থেকে পড়ে আহত হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় বিচারের দাবিতে বিক্ষোভ করে ওই কারখানার শ্রমিকেরা। মঙ্গলবার সকালে শ্রমিকরা ওই কারখানা ঘেরাও করে। এক পর্যায়ে উত্তেজিত শ্রমিকরা পুলিশের সাঁজোয়াজান এবং কারখানা ও ভাংচুরের চেষ্টা করে। বাধা দেয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষে উভয় পক্ষের ২০-২৫ জন আহত হয়েছে। উপজেলার গাজীপুর ইউনিয়নের নতুন বাজার এলাকায় কারখানায় এ ঘটনা ঘটে।

বিক্ষোভকারী শ্রমিকেরা অভিযোগ করেন, জাকির হোসেন কারখানা থেকে ছুটি চেয়েছিল। পরে ছুটি দেয়া যাবে না বলে এক কর্মকর্তা তার সাথে দুর্ব্যবহার করেন। তবে কোন কর্মকর্তার কাছে ছুটি চাইতে গিয়েছিলেন তা জানাতে পারেননি। পরে তিনি কারখানার ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেন। গতকাল রাত থেকে কারখানায় পুলিশ অবস্থান করছিলেন। সকালে শ্রমিকেরা কারখানার সামনে অবস্থান নিয়ে ঘেরাও করে কারখানায় ভাংচুরের চেষ্টা করে। একপর্যায়ে পুলিশ তাদের ধাওয়া দিয়ে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়। উত্তেজিত শ্রমিকেরা প্রতিরোধের মুখে পুলিশের একটি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) গাড়িতে ভাংচুর চালান।

শ্রমিকেরা আরো দাবি করেন, পুলিশ শান্তিপূর্ণ শ্রমিকদের তাদের ওপর হঠাৎ কাঁদানে গ্যাস ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে তাদের ১৫-২০ জন শ্রমিক আহত হয়েছেন।

জিন্নাত নিটওয়্যার লিমিটেড পোশাক কারখানার সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) জুবায়ের এম বাশার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘পারিবারিক বিষয় নিয়ে জাকির কয়েকদিন ধরে হতাশায় ছিলেন। ওই শ্রমিক পারিবারিক হতাশাগ্রস্ত থেকে আটতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করেছেন। চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছুটি চাওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি।’

গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক (শ্রীপুর জোন) আব্দুল লতিফ বলেন, ‘শ্রমিকরা পুলিশের ওপর হামলা চালায়। শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা করলে তাদের নয়জন পুলিশ সদস্য ইটপাটকেল নিক্ষেপে আহত হয়েছেন। শ্রমিকরা আমাদের একটি এপিসি গাড়ি ভাংচুর করেন। কাঁদানে গ্যাসের শেল ছুঁড়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়। ঘটনাস্থলে সেনা সদস্য, শিল্প পুলিশ, থানার পুলিশ উপস্থিত আছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।’