মাদারীপুরে অভিযান চালিয়ে ককটেল, রামদা, চাপাতিসহ বিপুল পরিমাণ ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। ঘটনাস্থলে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের বড়মেহের গ্রামে মাদারীপুর সদরের সেনা ক্যাম্পের ক্যাপ্টেন শাফিন সারোয়ার ও ক্যাপ্টেন মোনায়েম শারজিলের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
শাফিন সারোয়ার ও মোনায়েম শারজিল জানান, নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার উদ্দেশ্যে বড়মেহের গ্রামের ইদ্রিস হাওলাদার নিজবাড়ির বাগান ও আশপাশে বিপুল পরিমাণ ধারালো অস্ত্র ও গোলাবারুদ মজুদ রেখেছেন এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান ইদ্রিস হাওলাদার ও তার সঙ্গীয় লোকজন। পরে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে ৪০টি ককটেল, ৯৪টি বল্লম, ৩৩টি ঢাল, চারটি চাপাতি, তিনটি রামদা, দু’টি চাইনিজ কুড়ালসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়।
অভিযুক্ত পলাতক ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথাও জানায় সেনাবাহিনীর কর্মকর্তারা।
সেনাবাহিনী আরো জানায়, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কেউ যাতে কোনো নাশকতা না করতে পারে, সে ব্যাপারে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি সড়ক ও মহাসড়কে টহলও বৃদ্ধি করা হয়েছে।



