রাঙ্গামাটিতে ট্রাকচাপায় নারী নিহত

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাঙ্গামাটি প্রতিনিধি

Location :

Rangamati
পানিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ওই নারী
পানিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এর নিচে চাপা পড়েন ওই নারী |নয়া দিগন্ত

রাঙ্গামাটিতে ট্রাকচাপায় কেনি চাকমা (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কেনি চাকমা লেমুছড়ি এলাকার অংচিং মারমা চন্দনের স্ত্রী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, নিহত কেনি চাকমা সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় আসামবস্তি এলাকা থেকে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দিকে বেপরোয়া গতিতে যাওয়া পানিবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যায়। স্থানীয়দের মতে, পানিবাহী ট্রাকটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের কাজে পানির লাইনের জন্য নিয়োজিত ছিল।

এ বিষয়ে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জসিম উদ্দিন জানান, আসামবস্তি-কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার সাথে সাথে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়। তবে এ সময় ট্রাকের চালক ও হেলপারকে পাওয়া যায়নি। ঘটনায় আইনানুগ ব্যবস্থা চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর জানান, ‘ঘটনাস্থল থেকে হাসপাতালে আনার আগেই ওই নারীর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’