সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট ও সড়ক দুর্ঘটনায় দু’জনের প্রাণহানী

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় এক অটোরিচালক নিহত হয়েছেন।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Saturia
সাটুরিয়া থানা
সাটুরিয়া থানা |সংগৃহীত

মানিকগঞ্জের সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে এবং সড়ক দুর্ঘটনায় এক অটোরিচালক নিহত হয়েছেন।

শুক্রবার (১৫ আগস্ট) সকালে উপজেলায় পৃথক ঘটনা দু’টি ঘটে।

জানা গেছে, উপজেলার ফুকুরহাটি ইউনিয়নের পানাইজুরী এলাকার মশাইলের খালে নির্মাণাধীন ব্রিজে ইলেকট্রিক ঝালায়ের কাজ করার সময় আর্থিং ও বিদ্যুতের লাইন এক হয়ে আহত হন সোহাগ খান (৩৫)। তাকে দ্রুত উদ্ধার করে সাটুরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

সোহাগ খান পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার কলতলা গ্রামে মাহবুব খানের ছেলে।

অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দড়গ্রাম-সাটুরিয়া সড়কের এলাহীর মোড় (দড়গ্রাম চেয়ারম্যান মোড়) নামক স্থানে সিএনসিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের উভয় পরিবহনের চালক গুরুতর আহত হন। তাদের দ্রুত উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ব্যাটারিচালিত অটোরিকশাচালক রফিকুল ইসলামকে (৪৫) মৃত ঘোষণা করেন।

নিহত রফিকুল উপজেলার গোপালপুর দক্ষিণ পাড়া এলাকার আজান মিয়ার ছেলে। আহত সিএনসিচালিত অটোরিকশার চালক বারেক (৪০) উপজেলার রৌহা এলাকার চান মিয়ার ছেলে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহীনুল ইসলাম ঘটনা দুটির সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের পরপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।