চৌদ্দগ্রামে সমাজ পরিবর্তনে বই বিনিময় উৎসব

বুধবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের পিতা জালাল আহম্মেদ।

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসবে অতিথিরা
চৌদ্দগ্রামে বই বিনিময় উৎসবে অতিথিরা |নয়া দিগন্ত

কুমিল্লার চৌদ্দগ্রামে সমাজ পরিবর্তনের লক্ষ্যে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে বই পড়ার ভূমিকা বিষয়ক আলোচনা ও বই বিনিময় উৎসবের আয়োজন করেছে বিলকিছ-আলম পাঠাগার।

বুধবার (১৭ সেপ্টেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন জুলাই শহীদ জামশেদুর রহমানের পিতা জালাল আহম্মেদ।

বিলকিস-আলম পাঠাগারের সভাপতি মাওলানা নুরুল আলমের সভাপতিত্বে ও কবি ইমরান মাহফুজের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যাংকার আগা আজিজুল ইসলাম চৌধুরী। বিশেষ আলোচক ছিলেন সংবিধান বিশেষজ্ঞ আরিফ খান, গবেষক ড. কাজল রশীদ শাহীন, কথা সাহিত্যিক ফয়সাল আহমেদ।

এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক জামাল হোসেন। পাঠাগারের অভিজ্ঞতা বর্ণনা করেন ডা: আবদুল হালিম।

এ সময় ওই বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।