আখাউড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

আখাউড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

Location :

Akhaura
গ্রেফতার রকিব মিয়া
গ্রেফতার রকিব মিয়া |নয়া দিগন্ত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শারীরিক প্রতিবন্ধী এক কিশোরী ধর্ষণের অভিযোগে রকিব মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৫ মে) সকালে তাকে গ্রেফতার করে দুপুরে গণমাধ্যমকে দেয়া পুলিশের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অভিযুক্ত রকিব মিয়া উপজেলার ধরখার ইউনিয়নের ঘোলখার গ্রামের মানিক ভান্ডারীর ছেলে।

পুলিশ জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধরখার এলাকায় অভিযান পরিচালনা করে রকিব মিয়াকে গ্রেফতার করে পুলিশ। বিকেলে তাকে ব্রাহ্মণবাড়িয়া আদালতে পাঠানো হয়েছে।

গত ২১ এপ্রিল সকাল ৮টার দিকে উপজেলার রুটি গ্রামের এক প্রতিবন্ধী কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে রকিব মিয়া। কিশোরীকে ঘরে একা রেখে মা ও বাবা ঢাকায় গেলে এই সুযোগে তাকে ধর্ষণ করা হয়। পরে এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন।