আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে হাটহাজারীতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বর্ণাঢ্য মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় হাটহাজারী বাসস্ট্যান্ড চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে ফেডারেশনের হাটহাজারী উপজেলা সভাপতি এসএম রাশেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর।
তিনি বলেন, ‘বৈষম্যমুক্ত, ন্যায় ও ইনসাফপূর্ণ ইসলামী শ্রমনীতি চালু হলে শ্রমিকেরা প্রকৃত মুক্তি পাবে।’
অনুষ্ঠানে এম এ তাহেরের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফেডারেশনের চট্টগ্রাম উত্তর জেলার সহকারী সম্পাদক আব্দুল আজিজ চৌধুরী, ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক শোয়াইব চৌধুরী, ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের সম্পাদক অধ্যাপক আব্দুল মালেক চৌধুরী এবং ফেডারেশনের উপদেষ্টা ও জামায়াতের উপজেলা সহকারী সম্পাদক মিজানুর রহমান।
সমাবেশে বক্তারা বক্তারা দেশের শ্রমনীতিতে পরিবর্তন আনার দাবি জানান।
এছাড়া বক্তারা নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা, জাতীয় পর্যায়ে ন্যূনতম মজুরি নির্ধারণ ও বাস্তবায়ন, গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ২৫ হাজার টাকা নির্ধারণ, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধ, রেলওয়ে শ্রমিকদের দাবি মেনে নেওয়া, ঢাকাসহ বিভাগীয় শহরে রিকশার জন্য আলাদা লেনের ব্যবস্থা, নৌ-পরিবহন শ্রমিকদের মজুরি নীতিমালা প্রণয়ন, বন্ধ পাটকলসমূহ চালু, বন্দর শ্রমিকদের দাবি মেনে নেওয়া, সার, বীজ ও কীটনাশকের দাম কমানো, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ বাস্তবায়ন, কর্মস্থলে অগ্নিনির্বাপণ ব্যবস্থা, আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ, নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি ও ভাতা, শিশু যত্নকেন্দ্র স্থাপন, শ্রমিকদের জন্য বাসস্থান, রেশনিং, চিকিৎসা ও শিক্ষার ব্যবস্থা, নারী-পুরুষের বেতন বৈষম্য দূরীকরণ, শ্রম আদালত স্থাপন, শিল্প-বাণিজ্য প্রতিষ্ঠানের মুনাফায় শ্রমিকদের অংশ প্রদান, শিশুশ্রম বন্ধ এবং হকারদের জন্য হলি-ডে মার্কেট চালুর দাবি জানান।