নবীনগরে গুলিবিদ্ধ যুবক

হঠাৎ তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে।

খান জাহান আলী চৌধুরী, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

Location :

Brahmanbaria
এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা
এক যুবককে গুলি করে দুর্বৃত্তরা |প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়া নবীনগর পৌরসভা আদালত পাড়ায় মো: রাব্বি (২১) নামে এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে আদালত পাড়ার কালীবাড়ি মোড়ে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ রাব্বি উপজেলার শাহবাজপুর গ্রামের মো: হেলাল মিয়ার ছেলে বলে জানা গেছে। বর্তমানে তারা পৌর সদর মাঝিকারা এলাকায় ভাড়া থাকেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী বিল্লাল হোসেন জানান, আমরা রাস্তার পাশে চায়ের দোকানে চা খাচ্ছিলাম, হঠাৎ তিন রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে বের হয়ে দেখি লম্বা করে এক যুবক পিস্তল হাতে দৌড়ে চলে যাচ্ছে। গুলিবিদ্ধ রাব্বিকে সাথে সাথে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে। পিস্তল হাতে যুবককে কেউ চিনতে পারেনি। তাৎক্ষণিকভাবে গুলির কারণও জানা যায়নি। এদিকে রাব্বির সাথেও কথা বলা যায়নি। পরে নবীনগর হাসপাতাল থেকে তাকে কুমিল্লা মেডিক্যাল হাসপাতালে রেফার্ড করে ডাক্তাররা।

স্থানীয় কিছু সূত্র জানায়, পৌরসভার জমিদার বাড়ি সংলগ্ন বালুরচরে মাঠে একটি মারামারির ঘটনার সালিশী দরবার চলছিল। সেই সালিশ দরবারে রাব্বি ও তার বন্ধুরা উপস্থিত ছিলেন। পরে সালিশ শেষে বাড়ি ফেরার পথে কালিবাড়ি মোড়ে রাব্বিকে গুলি করা হয়।

নবীনগর হাসপাতালের ডাক্তার অংকন রায় জানান, ‘যুবকের বুকের বাম পাশের পাঁজরে একটা ছিদ্র দেখা যায়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে কুমিল্লা রেফার্ড করা হয়েছে।’

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, ‘ঘটনাস্থল থেকে দুটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনায় প্রাথমিক তদন্ত চলছে, আশেপাশের সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।’