ভোলায় চাঁদা না পেয়ে মাছ লুট ও মারধর, ছাত্রদল নেতা গ্রেফতার

মনপুরায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, মাছ লুট ও মারধরের ঘটনায় করা এক মামলায় মো: তানভীর হাওলাদার নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ভোলা প্রতিনিধি

Location :

Bhola
গ্রেফতার তানভীর হাওলাদার
গ্রেফতার তানভীর হাওলাদার |নয়া দিগন্ত

ভোলার মনপুরায় মাছ ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা দাবি, মাছ লুট ও মারধরের ঘটনায় করা এক মামলায় মো: তানভীর হাওলাদার (২৫) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১০ আগস্ট) দুপুরে অভিযান চালিয়ে উপজেলার হাজিরহাট ইউনিয়নের দাসের হাট বাজার সংলগ্ন হাওলা মাছঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার তানভীর হাওলাদার মনপুরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও হাজিরহাট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মান্নান হাওলাদারের ছেলে। এছাড়া তিনি মনপুরা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক।

জানা যায়, দলীয় পদ-পদবি ব্যবহার করে তানভীর দীর্ঘদিন ধরে উচ্ছৃঙ্খল আচরণ করে আসছেন। এছাড়া তিনি চাঁদাবাজি করতেন। সবশেষ গতকাল ৯ আগস্ট স্থানীয় দ্বীপংকর চন্দ্র দাস নামে এক মাছের আড়তদার থেকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না পেয়ে ওই ব্যবসায়ীর উপর হামলা করে তার ঘর ভাঙচুর করেন এবং কোল্ডস্টোর (হিমাগার অথবা শীতাতপ নিয়ন্ত্রিত গুদাম) থেকে ৩৬ হাজার টাকার ইলিশ মাছ লুট করেন। এ সময় দ্বীপংকর তাকে বাধা দিলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।

মনপুরা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো: ইকরাম কবির বলেন, ‘তানভীর দীর্ঘদিন ধরে চাঁদাবাজির সাথে জড়িত। এ বিষয়ে তাকে একাধিকবার সতর্ক করা হয়েছে। কিন্তু তিনি তা কর্ণপাত করেননি। জেলা কমিটিকে বিষয়টি অবগত করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।’

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আহসান কবির বলেন, ‘দ্বীপংকর নামের এক ব্যবসায়ী তানভীর হাওলাদারের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। সেই মামলায় তানভীর হাওলাদারকে গ্রেফতার করা হয়েছে। মামলায় উল্লেখিত অজ্ঞাতনামা আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।’