কিশোরগঞ্জে গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু

নিহত কাজল মিয়া হিজলীয়া দক্ষিণ পাড়া গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

মুহিব্বুল্লাহ বচ্চন, পাকুন্দিয়া (কিশোরগঞ্জ)

Location :

Pakundia
কিশোরগঞ্জ জেলা ম্যাপ
কিশোরগঞ্জ জেলা ম্যাপ |নয়া দিগন্ত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জাম গাছ থেকে পড়ে কাজল মিয়া (৪৮) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১ জুন) সকাল ৮টার দিকে উপজেলার চরফরাদী ইউনিয়নের হিজলীয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মিয়া হিজলীয়া দক্ষিণ পাড়া গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।

নিহত কাজল মিয়ার চাচাতো ভাই হিজলীয়া আ: মতিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: মজিবুর রহমান গোলাপ জানান, ‘কাজল মিয়া কৃষি কাজের পাশাপাশি স্থানীয়ভাবে অগ্রিম জাম গাছ কিনে জামের ব্যাবসা করত। রোববার সকালে পাশের বাড়িতে গিয়ে গাছে উঠে জাম সংগ্রহ করছিল। এ সময় আকাশ মেঘাচ্ছন্ন হয়ে ঝড়বৃষ্টি শুরু হলে সে গাছ থেকে নিচে পুকুরে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়।

পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাখাওয়াৎ হোসেন নিহতের তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় লাশের সুরতহাল করা হয়েছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনিব্যবস্থা নেয়া হবে।