‘বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে’

বার্ড গত অর্থবছরে তিনটি আর্ন্তজাতিক কোর্সসহ মোট ১৫০টি কোর্সের মাধ্যমে সাত হাজার ৬৮ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে।

কুমিল্লা প্রতিনিধি

Location :

Cumilla
বার্ডের ৫৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন
বার্ডের ৫৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন |নয়া দিগন্ত

বাংলাদেশ সরকারের পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো: ইসমাইল হোসেন বলেছেন, বাংলাদেশের পল্লী উন্নয়নে বার্ড ভূমিকা পালন করেছে। বংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি (বার্ডের) পরীক্ষামূলক প্রকল্পগুলো সমগ্র বাংলাদেশের জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) সকালে লালমাই অডিটোরিয়ামে বার্ডের ৫৮তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উদ্বোধনী অধিবেশনে ভার্চুয়ালি গেস্ট অব অনার ছিলেন ব্র্যাক, বাংলাদেশের চেয়ারপারসন ও পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সমন্বিত পল্লী উন্নয়ন কেন্দ্রের মহাপরিচালক ড. পি. চন্দ্র শেখর।

সম্মেলনের সভাপতিত্ব করেন বার্ডের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাইফ উদ্দিন আহমেদ। পরিকল্পনা সম্মেলনের আহ্বায়কের দায়িত্ব পালন করেন বার্ডের পরিচালক ড. মো: মিজানুর রহমান।

বার্ড গত অর্থবছরে তিনটি আর্ন্তজাতিক কোর্সসহ মোট ১৫০টি কোর্সের মাধ্যমে সাত হাজার ৬৮ জনকে প্রশিক্ষণ প্রদান করেছে। দু’ দিনব্যাপী পরিকল্পনা সম্মেলনে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ১১০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।