দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর দুর্গাপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে পহেলা বৈশাখ।
সোমবার (১৪ এপ্রিল) বাংলা নববর্ষের প্রথম দিনে সকালে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ-১৪৩২ এর শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ থেকে একটি আনন্দ শোভযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার সাবরিনা শারমিন।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, ছাত্রছাত্রীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজ নিজ ব্যানারে অংশ নেয়।
বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্ত্বরে বৈশাখী মেলার ফিতা কেটে শুভ উদ্বোধন করা হয়। পরে ‘বাংলা নববর্ষ ও জাতীয় ঐতিহ্য’ শীর্ষক আলোচনা, বিভিন্ন সম্প্রদায়, উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষুদে শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুমন চৌধুরী, থানার ওসি দরুল হুদা, উপজেলা প্রকৌশলী মাসুক ই মোহাম্মদ, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা আক্তার, কৃষি কর্মকর্তা সাহানা পারভীন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফরিদ হোসাইনসহ রাজনৈতিক ব্যক্তিরা, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, শিক্ষক, বিভিন্ন দফতরের কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা, প্রশাসনের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী প্রমুখ উপস্থিত ছিলেন ।