কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।

ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা

Location :

Eidgaon
নুরুল আজিম
নুরুল আজিম |নয়া দিগন্ত

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও উপজেলার ফুলছড়ি গেইট এলাকায় নোহা গাড়ির সাথে মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল আজিম (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার (৩০ আগস্ট) সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল আজিম রামু উপজেলার ঈদগড় ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য টুলু মেম্বারের ছোট ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটর সাইকেল আরোহী নুরুল আজিম ফুলছড়ি গেইট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি নোয়াহ মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন নূরুল আজিম। অপরদিকে সংঘর্ষের পর মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উলটে যায়।

মালুমঘাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, নোহা গাড়ির ড্রাইভার মোটরসাইকেলকে আঘাত করে দুর্ঘটনাটি ঘটিয়েছে।

তিনি আরো জানান, এখনো ড্রাইভারকে সনাক্ত করা সম্ভব হয়নি। শনাক্তের পর মামলা করে আইনিব্যবস্থা নেয়া হবে।