জামায়াতপ্রার্থী ছাইফুর রহমান

জনগণ ভাগ্যের পরিবর্তন করতে দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে

‘নির্বাচনে আমার ডোনেশনের দরকার রয়েছে। কারণ, আমার কাছে চাঁদাবাজির টাকা নেই। চাঁদা না চেয়ে, চাঁদা না খেয়ে ভিক্ষা করে নির্বাচন করা অনেক ভালো। আপনারা এটাকে ভিক্ষা বলবেন, এটা ভিক্ষা নয়। এটা আধুনিক নির্বাচনের একটি স্ট্যান্ডার্ড পলিসি। আমাদের উন্নত দেশের নির্বাচনী পলিসি ফলো করতে হবে।’

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
গণসংযোগকালে অ্যাডভোকেট ছাইফুর রহমান
গণসংযোগকালে অ্যাডভোকেট ছাইফুর রহমান |ছবি : নয়া দিগন্ত

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেছেন, ‘নিজেদের ভাগ্য পরিবর্তন করতে এবারের নির্বাচনে ন্যায়-ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করবে মিরসরাইবাসী। জনগণ সন্ত্রাসী, চাঁদাবাজকে প্রত্যাখান করেছে, তাদের ভোট দেবে না।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী মিরসরাই উপজেলার সাহেরখালী ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অনেকেই এখন ভোটকেন্দ্র দখল ও ভোট চুরির পরিকল্পনা করছেন। কেন্দ্র দখলের চেষ্টা করলে তাদেরকেও হাসিনার পরিণতি ভোগ করতে হবে। যারা এ পরিকল্পনা করছেন আপনারা সাবধান হয়ে যান। যারা ভোটকেন্দ্র দখল করতে আসবে, তাদের পুলিশে দেয়া হবে। এবার ভোট চুরি প্রতিহত করতে রাজনৈতিক নেতার দরকার নেই। যারা জুলাই আন্দোলনে রাস্তায় নেমে এসেছে তারাই ঠেকাবে।’

অ্যাডভোকেট ছাইফুর রহমান বলেন, ‘নির্বাচনে আমার ডোনেশনের দরকার রয়েছে। কারণ, আমার কাছে চাঁদাবাজির টাকা নেই। চাঁদা না চেয়ে, চাঁদা না খেয়ে ভিক্ষা করে নির্বাচন করা অনেক ভালো। আপনারা এটাকে ভিক্ষা বলবেন, এটা ভিক্ষা নয়। এটা আধুনিক নির্বাচনের একটি স্ট্যান্ডার্ড পলিসি। আমাদের উন্নত দেশের নির্বাচনী পলিসি ফলো করতে হবে।’

গণসংযোগকালে ইউনিয়নের ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা জামায়াতের সেক্রেটারি আনোয়ারুল্লাহ আল মামুন, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুস সালামসহ জামায়াত ও শিবিরের নেতৃবৃন্দ।