জৈন্তাপুরে জামায়াত প্রার্থীর নির্বাচনী মতবিনিমিয়

আমাদের কাছে মেজরিটি মাইনরিটি বলেতে কিছু নেই, আমরা জন্মসূত্রে সবাই জৈন্তাপুরের নাগরিক।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
জৈন্তাপুরে খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে মতবিনিমিয় করেন জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন
জৈন্তাপুরে খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে মতবিনিমিয় করেন জামায়াত প্রার্থী জয়নাল আবেদীন |নয়া দিগন্ত

সিলেট-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মোঃ জয়নাল আবেদীন বলেছেন, আমাদের কাছে মেজরিটি মাইনরিটি বলেতে কিছু নেই, আমরা জন্মসূত্রে সবাই জৈন্তাপুরের নাগরিক। আমি আপনাদের সন্তান, ১০ বছর খাদেম হিসেবে আমি আপনাদের পাশে ছিলাম। আমার বিষয়ে ভালো-মন্দ আপনারাই বেশি জানেন। সুতরাং কোনো ধরনের শ্রেণী বৈষম্য করা হবে না, সকল নাগরিককে প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে সম্মান শ্রদ্ধা দিয়ে আগামীর বাংলাদেশ গড়ে তুলতে চাই।

তিনি শুক্রবার (২১ নভেম্বর) বিকালে জৈন্তাপুর তুহাসিহাটি খাসিয়া সেবা সংঘ মিলনায়তনে জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত খাসি ও সনাতন জনগোষ্ঠীর সাথে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, মতভেদ থাকতে পারে এসব ভুলে গিয়ে দেশ গঠনে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই। আপনাদের কাছে আমি ওয়াদা করতে পারি কোনো ধরনের দুর্নীতির আশ্রয় নিয়ে রাষ্ট্রের অথবা কারো সম্পদ ভক্ষণ করে আমার পেটে কিছু ঢুকবে না। পান, পানি, নারী এই তিনে জৈন্তিয়াপুরি, এই কথাটি সংসদে গিয়ে একজন জৈন্তিয়াপুরি হিসেবে কথা বলার সুযোগ দিন। এই কথা বাইরে থেকে কেউ এসে সংসদে গিয়ে বলবে না।

খাসিয়া সেবা সংঘের সাবেক সভাপতি অনুক খাসিয়ার সভাপতিত্বে ও নিজপাট ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সুহেল আহমদের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক সিরাজুল ইসলাম, জামায়াতে ইসলামী জৈন্তাপুর উপজেলার আমির গোলাম কিবরিয়া, সেক্রেটারি রফিক আহমদ, রতন ঘোষ, খাসিয়া সেবা সংঘের সভাপতি সুরঞ্জিত রমভাই, সাবেক সভাপতি শঙ্কর খৈরম, মাওলানা আব্দুল খালিক, শ্যামল ঘোষ, কালিবাড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি দিগেন্দ্র কুমার দে, সাধারণ সম্পাদক সজিব মোহন দর, শংকর দাস, বাদল মনি দত্ত, শুভ্রত মোহন দর প্রমুখ।