আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি সংসদীয় আসনে বৈধ ৩৪ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। বুধার (২১ জানুয়ারি) সকাল ১০টার দিকে জেলা রিটার্নিং অফিসার মো: তৌফিকুর রহমন তার সভাকক্ষে প্রতীক বরাদ্দ দিয়ে তা প্রার্থী ও তার প্রতিনিধির হাতে তুলে দেন।
প্রতীক প্রাপ্তরা হলেন— বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় জোটের প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মো: শাহাবুদ্দিন (দাঁড়িপাল্লা), বিএনপির প্রার্থী কাজী রফিকুল ইসলাম (ধানের শীষ), ইসলামী আন্দোলনের এ বি এম মোস্তফা কামাল পাশা (হাতপাখা), বাংলাদেশ কংগ্রেসের মো: আসাদুল হক (ডাব) ও গণফোরামের জুলফিকার আলী (উদীয়মান সূর্য)।
বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা আবুল আজাদ মোহাম্মাদ শাহাদুজ্জামান (দাঁড়িপাল্লা), বিএনপির মীর শাহে আলম (ধানের শীষ), নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না (কেটলি), ইসলামী আন্দোলনের জামাল উদ্দিন (হাতপাখা), স্বতন্ত্র রেজাউল করিম তালু (সিঁড়ি), গণঅধিকার পরিষদের সেলিম সরকার (ট্রাক) ও জাতীয় পার্টির শরিফুল ইসলাম জিন্নাহ (লাঙ্গল)।
বগুড়া-৩ (আদমদিঘী-দুপচাঁচিয়া) আসনে জামায়াতের নূর মোহাম্মাদ (দাঁড়পাল্লা), বিএনপির আব্দুল মহিত তালুকদার (ধানের শীষ), ইসলামী আন্দোলনের শাহজাহান আলী তালুকদার (হাতপাখা) ও জাতীয় পার্টির শাহিনুল ইসলাম (লাঙ্গল)।
বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতের মোস্তফা ফয়সাল (দাঁড়িপাল্লা), বিএনপির মোশারফ হোসেন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের ইদ্রিস আলী (হাতপাখা) ও জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল (লাঙ্গল)।
বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে জামায়াতের মো: দবিবুর রহমান (দাঁড়িপাল্লা), বিএনপির গোলাম মোহাম্মাদ সিরাজ (ধানের শীষ), এলডিপির খান কুদরত ই সাকলায়েন (ছাতা), ইসলামী আন্দোলনের মীর মো: মাহমুদুর রহমান (হাতপাখা) ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শিপন কুমার রবিদাস (কাস্তে)।
বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান (ধানের শীষ), জামায়াতের মো: আবিদুর রহমান, (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলনের আবু নুমান মো: মামুনুর রশিদ (হাতপাখা), জেএসডির আব্দুল্লাহ আল ওয়াকি (তারা) ও বাসদের দিলরুবা (মই)।
বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে জামায়াতের গোলাম রব্বানী (দাঁড়িপাল্লা), বিএনপির মোর্শেদ মিল্টন (ধানের শীষ), ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম (হাতপাখা) ও মুসলিম লীগের আনছার আলী (হারিকেন)।
এর মধ্যে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলন সব আসনে প্রার্থী দিয়েছে।
উল্লেখ্য, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না বিএনপি জোটের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু বিএনপি সেখানে ছাড় না দেয়ায় তিনি নিজ দলের প্রার্থী হয়েছেন। এছাড়া তিনি ঢাকা-১৮ আসনেও প্রার্থী হয়েছেন। এছাড়া তার দলের আরো বেশ কয়েকজন নেতা বিভিন্ন আসনে বিএনপির পাশাপাশি প্রার্থী দিয়েছেন। এ নিয়ে বিএনপির সাথে টানাপোড়েন দেখা দিয়েছে।



