কুমিল্লার নাঙ্গলকোটকে স্বতন্ত্র সংসদীয় আসন হিসেবে পূনর্বহালের দাবিতে প্রধান নির্বাচন কমিশনারের নিকট নাঙ্গলকোট উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে স্মারকলিপি দেয়া হয়েছে।
রোববার (১০ আগস্ট) এ স্মারকলিপি দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুমিল্লা-১০ আসনের সংসদীয় আসনের সংসদ সদস্য প্রার্থী ইসলামী ছাত্রশিবির সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত, নাঙ্গলকোট উপজেলা জামায়াতের আমির মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, নাঙ্গলকোট পৌরসভা জামায়াত সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার হোসেন, মাওলানা হাকিম আব্দুল মান্নান ভূঁইয়া, অ্যাডভোকেট তানভীর ও নাঙ্গলকোট ছাত্রফোরাম ঢাকার সভাপতি মুহিব্বুল্লাহ আল হুসাইনি প্রমুখ।