নয়া দিগন্তে সংবাদ প্রকাশ

দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান

নয়া দিগন্তে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিতের পরে দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান চালিয়েছে।

হুসাইন মালিক, চুয়াডাঙ্গা

Location :

Damurhuda
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান
দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের ঝটিকা অভিযান |নয়া দিগন্ত

নয়া দিগন্তে বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে দুর্নীতি দমন কমিশন (দুদক) ঝটিকা অভিযান চালিয়েছে। দুদকের ঝিনাইদহ সমন্বিত কার্যালয়ের উপপরিচালক তরুণ কান্তি ঘোষের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পরিচালক খালিদ মাহমুদ। দুপুর পর্যন্ত চলে এ অভিযান।

অভিযানে হাসপাতালের রান্নাঘরে রোগীদের খাবারের মান পরীক্ষা করা হয়। সেখানে দেখা গেছে, রোগীদের নির্ধারিত পরিমাণ মাছ সরবরাহ করা হচ্ছে না। এছাড়া হাসপাতালের অপারেশন রেকর্ডে এমন কিছু অপারেশন দেখানো হয়েছে যা বাস্তবে হয়নি। দুদক এই অনিয়মের প্রমাণ হিসেবে সংশ্লিষ্ট কাগজপত্র জব্দ করে যাচাই-বাছাই শুরু করেছে।

উপপরিচালক তরুণ কান্তি ঘোষ জানান, ‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। খাবার সরবরাহে অনিয়ম এবং ভুয়া অপারেশন দেখানোর প্রাথমিক প্রমাণ মিলেছে। আরো কিছু অভিযোগ যাচাই-বাছাই চলছে।’

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম-দুর্নীতি নিয়ে একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন নয়া দিগন্তে প্রকাশিত হয়। এ অনিয়ম দুর্নীতি নিয়ে স্বাস্থ্য বিভাগ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে। এছাড়া এই স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: হেলেনা আক্তার নীপাকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়।