ফুটবল তারকা হামজা চৌধুরীকে হবিগঞ্জের গ্রামের বাড়িতে সংবর্ধনা

সিলেট থেকে হবিগঞ্জের স্নানঘাট গ্রামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। ৯০ কিলোমিটারের দীর্ঘ পথ হামজা চৌধুরীকে কয়েক শ’ মোটরসাইকেলের শোভাযাত্রায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন ভক্তরা। এসময়...

এম এ মজিদ, হবিগঞ্জ
হবিগঞ্জের গ্রামের বাড়িতে এলাকাবাসীর দেয়া সংবর্ধনায় হামজা চৌধুরী
হবিগঞ্জের গ্রামের বাড়িতে এলাকাবাসীর দেয়া সংবর্ধনায় হামজা চৌধুরী |নয়া দিগন্ত

বিশ্বের জনপ্রিয় ফুটবলারদের মধ্যে অন্যতম হামজা চৌধুরী হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাটে গ্রামের বাড়িতে পৌঁছেছেন। সোমবার (১৭ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সিলেট থেকে একটি ছাদ খোলা জিপে করে তিনি এখানে আসেন।

এর আগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে ব্যাপক সংবর্ধনা দেয়া হয়। সিলেট বিমানবন্দরে মিডিয়ার সাথে সংক্ষিপ্ত কথা বলেন হামজা চৌধুরী।

সিলেট থেকে হবিগঞ্জের স্নানঘাট গ্রামের দূরত্ব প্রায় ৯০ কিলোমিটার। ৯০ কিলোমিটারের দীর্ঘ পথ হামজা চৌধুরীকে কয়েক শ’ মোটরসাইকেলের শোভাযাত্রায় গ্রামের বাড়িতে নিয়ে আসেন ভক্তরা। এসময় কাঁচা ফুলের পাপড়ী ছিটিয়ে হামজা চৌধুরীকে শুভেচ্ছা জানান সাধারণ মানুষ।

হামজা চৌধুরীর সাথে রয়েছেন তার স্ত্রী আলভিনা চৌধুরী ও তিন সন্তান। বাবা দেওয়ান মুর্শেদ চৌধুরী কয়েক দিন আগেই বৃটেন থেকে বাংলাদেশে আসেন।

প্রায় ১১ বছর আগে হামজা চৌধুরী গ্রামের বাড়িতে এসেছিলেন। এতদিনে তার জনপ্রিয়তা বিশ্বে ছড়িয়ে পড়ে। তার স্ত্রী আলভিনা চৌধুরী ও সন্তানদের এটাই প্রথম গ্রামের বাড়িতে আসা।

বিয়ে পুরাতন হলেও এলাকার নতুন বউ আলভিনা চৌধুরীকে বরণ করতে নেয়া হয়েছে অতিরিক্ত আয়োজন। হামজা চৌধুরীর বাড়ির পাশে একটি মাদরাসা রয়েছে। সেই মাদরাসা পরিচালনায় অর্থায়ন করছেন হামজা চৌধুরী নিজেই। মাদরাসা প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে সংবর্ধনা সভার।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হয়ে হামজা চৌধুরীর এলাকাবাসী ও বাংলাদেশের প্রত্যেক মানুষের প্রতি কৃতজ্ঞতা জানান।

হামজা চৌধুরীকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি আব্দুল আজিজ জানান, হামজা চৌধুরী ও তার স্ত্রী সন্তানরা রাতযাপন করবেন গ্রামের বাড়িতেই। মঙ্গলবার হামজা চৌধুরী ঢাকার উদ্দেশে রওয়ানা হবেন।

হামজা চৌধুরী ও তার স্ত্রী-সন্তানের গ্রামের বাড়িতে এক দিন অবস্থান করাকে এলাকাবাসী স্মরণীয় করে রাখতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছেন।

হামজা চৌধুরীর বাবা মুর্শেদ চৌধুরী বলেন, হামজা চৌধুরীর ছোটবেলায় বেড়ে উঠা স্নানঘাটের গ্রামের বাড়িতে। অনেকবার সে গ্রামের বাড়িতে এসেছে। কিন্তু এবারের গ্রামের বাড়িতে আসাটা একটু অন্যরকম। বউমা আলভিনা চৌধুরী আসছে প্রথমবারের মতো।

উল্লেখ্য, ইংলিশ প্রিমিয়ার লীগের তারকা ফুটবলার হামজা চৌধুরী বাংলাদেশের হয়ে আগামী ২৫ মার্চ ভারতের শিলংয়ের জওহরলাল নেহেরু স্টেডিয়ামে এএফসি এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাই ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবেন। হামজা চৌধুরীকে ঘিরে বাংলাদেশের খেলাধুলা অঙ্গনে এক ধরনের আমেজ বিরাজ করছে।