বেসরকারি মেডিকেল শিক্ষায় দেশের অন্যতম শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজে দুই দিনব্যাপী রিসার্চ মেথডলজি অ্যান্ড রিপোর্ট রাইটিং কর্মশালার সমাপ্তি হয়েছে।
ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ সিলেটের উদ্যোগে বুধবার ও বৃহস্পতিবার রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের এক্সাম হলে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় বক্তারা চিকিৎসকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির জন্য এরকম একটি গুরুত্বপূর্ণ ওয়ার্কশপ আয়োজনের জন্য এনডিএফের ভূয়সী প্রশংসা করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত অভিজ্ঞতা চিকিৎসা সেবায় প্রয়োগের মাধ্যমে নিজেদের মেধার বিকাশ ঘটালে জাতি উপকৃত হবে।
কর্মশালার সমাপনী ও সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে চেয়ারপারসন হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও শিশু বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মো: তারেক আজাদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ সিলেট জেলা শাখার সভাপতি প্রফেসর ডা: ফজলুর রহীম কায়সার। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব-রাবেয়া কলেজের উপাধ্যক্ষ প্রফেসর একেএম দাউদ, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ও এনডিএফ সিওমেক শাখার সভাপতি ডা: খালেদ মাহমুদ, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের মেডিকেল এডুকেশন ইউনিটের চেয়ারম্যান প্রফেসর সায়েক আজীজ চৌধুরী।
এনডিএফ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ডা: মোহাম্মদ ফজলুল হক সোহেলের পরিচালনায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ডা: মাহবুবে এলাহী। স্বাগত বক্তব্য রাখেন এনডিএফের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা: জাহিদ হোসাইন ও মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জেড এইচ এম নাজমুল আলম।
জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ এবং ন্যাশনাল ডক্টরস ফোরাম-এনডিএফ সিলেটের যৌথ উদোগে আয়োজিত দুইদিনব্যাপী কর্মশালার সাইন্টিফিক পার্টনার হিসেবে কাজ করেছে এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
কর্মশালায় সিলেটের বিভিন্ন স্তরের দেড় শতাধিক চিকিৎসক অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির বায়োকেমিস্ট্রি বিভাগের প্রফেসর ডাঃ মোঃ মোজাম্মেল হক।
সমাপনী অনুষ্ঠানে এনডিএফ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ আব্দুর রউফ মুন্না, লিগ্যাল অ্যাফেয়ার সম্পাদক ডাঃ তাওহীদ চৌধুরী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ তানভীর রহমান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ডাঃ সৈয়দ তানযীম উল হক, কার্যকরী সদস্য মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ জেড এইচ এম নাজমুল আলম, ডা: কাজী মাইনুল ইসলাম। এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রোডাক্ট ম্যানেজার ঋষভ দাস, সিনিয়র এরিয়া ম্যানেজার লক্ষণ চন্দ্র রায়।



