চরাঞ্চলের উন্নয়নে কাজ করার অঙ্গীকার জামায়াত প্রার্থী ফজলুল করীমের

শনিবার টংঙ্গিবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী ফজলুল করীম
বক্তব্য রাখেন জামায়াত প্রার্থী ফজলুল করীম |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক এ বি এম ফজলুল করীম বলেছেন, ‘আপনারা আমাকে দায়িত্ব দিলে চর অঞ্চলের উন্নয়নে অগ্রাধিকার দিয়ে কাজ করব।’

শনিবার (৬ ডিসেম্বর) টংঙ্গিবাড়ি উপজেলার হাসাইল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী সমাবেশে তিনি এ অঙ্গীকার ব্যক্ত করেন।

অধ্যাপক করীম বলেন, ‘দীর্ঘদিন ধরে চরাঞ্চলের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। আধুনিক যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নকে প্রথম কাজ হিসেবে দেখবো। বন্যা-নদীভাঙন ঠেকাতে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে মানুষ নিরাপদে বসবাস করতে পারে।’

তিনি জানান, ‘চরাঞ্চলের কৃষি, মৎস্য ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ নেয়া হবে। পাশাপাশি বিশুদ্ধ পানি, বিদ্যুৎ, কর্মসংস্থান ও ব্যবসায়িক সুযোগ সম্প্রসারণের মাধ্যমে একটি স্বনির্ভর চর অঞ্চল গড়ে তোলাই আমার লক্ষ্য।‘

সমাবেশে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন মুন্সীগঞ্জ জেলার সহ-সভাপতি মাওলানা আব্দুল বারী, টংঙ্গিবাড়ি উপজেলা আমির মাওলানা হাবিবুর রহমান, বায়তুলমাল সম্পাদক শহিদুল ইসলাম ও হাসাইল ইউনিয়নের সেক্রেটারি গোলাম আযমসহ স্থানীয় নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।