টাঙ্গাইলে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ নামে বিশেষ অভিযানে ১৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৭ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে। দুপুরে জেলা পুলিশ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়— গ্রেফতারদের বিরুদ্ধে সহিংসতা, হামলা, মারধর, গুরুতর জখম, হত্যাচেষ্টা, ভয়ভীতি প্রদর্শন, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতাররা হলেন আমজাদ হোসেন, ফেরদৌস আলম পাহাড়ী, শরীফ হোসেন, নাসির উদ্দিন, সৈয়দা তানিয়া ইসলাম, তারিফুল ইসলাম, ফজলুল হক, আব্দুল হোসেন, মো: রাসেল, ওয়াদুদ রহমান শাহীন, এম এ হাকিম তালুকদার, হৃদয় আহমেদ, মো: শামীম, তাহসিন হোসেন আলীফ, তপু মণ্ডল, মো: জুয়েল, রিপন মিয়া ও মিনহাজ উদ্দিন।



