আমরা পিন্ডি আর দিল্লির দালালি করতে চাই না : আজাদ

বোদা উপজেলায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ফরহাদ হোসেন আজাদ এ মন্তব্য করেন।

Location :

Panchagarh
বক্তব্য রাখেন ফরহাদ হোসেন আজাদ
বক্তব্য রাখেন ফরহাদ হোসেন আজাদ |নয়া দিগন্ত

তোফাজ্জল হোসেন, বোদা (পঞ্চগড়)

বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়নবিষয়ক সম্পাদক ও পঞ্চগড় জেলা বিএনপির সদস্য সচিব মো: ফরহাদ হোসেন আজাদ বলেছেন, ‘আমরা বাংলাদেশে বসবাস করি। আমরা বাংলাদেশে থাকতে চাই এবং বাঁচতে চাই। আমরা পিন্ডি আর দিল্লির দালালি করতে চাই না।’

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলায় মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ মন্তব্য করেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেক পরিবার ফ্যামিলি কার্ড পাবে। এ ফ্যামিলি কার্ড দিয়ে প্রত্যেক পরিবার প্রতিমাসে আড়াই হাজার টাকার সমপরিমাণ চাল, ডাল ও তেল পাবে। এ ফ্যামিলি কার্ড দিয়ে আপনারা পঞ্চগড়, ঠাকুরগাঁও ও রংপুরসহ বাংলাদেশের যেকোনো সরকারি হাসপাতালে বিনা পয়সায় চিকিৎসা ও অনুষদপত্র পাবেন।’

তিনি বলেন, ‘আমরা প্রত্যেক কৃষককে একটি করে ফার্মার্স কার্ড দিব। এ ফার্মার্স কার্ড দিয়ে ফসল উৎপাদনের জন্য সার, বীজ ও কীটনাশক স্বল্পমূল্যে পাওয়ার ব্যবস্থা করব। সেইসাথে আমরা কৃষকদের স্বল্প সুদে কৃষিঋণ দিব।’

এ সময় জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক মজিদা বেগমের সভাপতিত্বে উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদ, সাংগঠনিক সম্পাদক রায়হানুল আলম রিয়েল ও দেলোয়ার হোসেন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সামাদ তারা, সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময় প্রমুখ উপস্থিত ছিলেন।