ফেনীতে সাড়ে ৩০০ শিক্ষক-কর্মচারীকে অবসর সুবিধা

ফেনী জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ৩৫১জন শিক্ষক ও কর্মচারীকে অবসর সুবিধা দেয়া হয়েছে।

শাহাদাত হোসাইন, ফেনী অফিস

Location :

Feni Sadar
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা |নয়া দিগন্ত

ফেনী জেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে অবসরপ্রাপ্ত ৩৫১জন শিক্ষক ও কর্মচারীকে অবসর সুবিধা দেয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) সকালে জেলা শিক্ষক সমিতির উদ্যোগে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতেমা সুলতানা।

এ সময় সমিতির সভাপতি এ টি এম শামছুল হক চৌধুরীর সভাপতিত্বে ও মো: আলমগীর চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মো: শফি উল্যাহ, জামায়াতের জেলা আমির মুফতি আবদুল হান্নান, প্রচার সম্পাদক আ ন ম আবদুর রহীম, পৌর বিএনপির সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূঞা।

এছাড়া বক্তব্য দেন সমিতির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গোলাম কিবরিয়া আজাদ, জেলা কমিটির সাবেক সভাপতি ফকির আহম্মদ ফয়েজ, এডহক কমিটির সাবেক সভাপতি হারুন অর রশিদ, বর্তমান সমাজকল্যাণ সম্পাদক শেখ তাজ উদ্দিন, অর্থ সম্পাদক খিজির আহম্মদ।

শিক্ষকদের মধ্যে ফেনী মডেল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম, মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সরোয়ার আলম, ফেনী গিরিশ অক্ষয় একাডেমির প্রধান শিক্ষক মো: তাজুল ইসলাম চৌধুরী প্রমুখ বক্তব্য দেন।