তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ মিছিল

সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

Location :

Mirzapur
বিএনপির বিক্ষোভ মিছিল
বিএনপির বিক্ষোভ মিছিল |নয়া দিগন্ত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তির প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে বিশাল বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি।

সোমবার (২১ জুলাই) দুপুর ১২টার দিকে মির্জাপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মির্জাপুর বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে এসে শেষ হয়।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশুবিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী মিছিলের নেতৃত্ব দেন।

এর আগে একই স্থানে সকাল ১১টার দিকে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফের সভাপতিত্বে মিছিল পূর্ব সমাবেশে বক্তব্যে আবুল কালাম আজাদ সিদ্দিকী।

তিনি বলেন, আমার জীবন থাকতে কেউ বিএনপির ক্ষতি করতে পারবে না। আমাদের নেতা তারেক রহমান ও বিএনপিকে নিয়ে যারা ষড়যন্ত্র করছেন আমরা সেই ষড়যন্ত্রকে সফল হতে দেব না।

এছাড়া সমাবেশে বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক খন্দকার সালাহ উদ্দিন আরিফ, পৌর বিএনপির সম্পাদক এসএম মহসীন প্রমুখ।