উজিরপুরে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল

ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এবং বরিশাল-৫ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিএম রবিউল ইসলাম, উজিরপুর (বরিশাল)

Location :

Wazirpur
উজিরপুরে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল
উজিরপুরে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল |নয়া দিগন্ত

অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, ‘ন্যায়ের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম কায়েম করাই আমাদের মিশন। এই পবিত্র দায়িত্ব পালনে আমাদের কোনো অবহেলা করা যাবে না।’

বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে ভবানীপুর হাজী ইব্রাহিম মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে বাংলাদেশ জামায়াতে ইসলামী উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্ততি উপলক্ষে বরিশালের উজিরপুর উপজেলা শাখার ভোটকেন্দ্র প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিনে তিনি এ কথা বলেন।

এতে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল খালেক। সঞ্চালনা করেন উপজেলা সেক্রেটারি মো: খোকন সরদার।

সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও বরিশাল অঞ্চল পরিচালক এবং বরিশাল-৫ (সদর) আসনে সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও বরিশাল জেলা আমির ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা-কাজিরহাট) আসনে সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আবদুল জব্বার, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বরিশাল জেলা নায়েবে আমির, বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে সংসদ সদস্য প্রার্থী মাস্টার আবদুল মান্নান, জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক সাইয়েদ আহমেদ খাঁন বাচ্চু, জেলা কর্মপরিষদ সদস্য ও বরিশাল-২ আসনে নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আজম খান ও জেলা ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা কাওসার হোসাইন প্রমুখ।

সম্মেলনে উজিরপুর উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রতিনিধি ও সংগঠনের উপজেলা-ইউনিয়ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে অতিথিরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্রভিত্তিক কার্যক্রমকে আরো সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন।