বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা
ফরিদপুর জেলা এনসিপির নবঘোষিত কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছেন বোয়ালমারী উপজেলার মো: হাসিবুর রহমান (অপু ঠাকুর)। এ উপলক্ষে তার নিজ জন্মস্থান বোয়ালমারীর মানুষেরা তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে বোয়ালমারী রেলস্টেশন সংলগ্ন এনসিপির কার্যালয়ের সামনে তাকে বরণ করে নেয়া হয়। এতে স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।
দলের কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে গত ৮ ডিসেম্বর ১০০ সদস্যের কমিটি অনুমোদন দেয়া হয়। এতে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মো: হাসিবুর রহমানকে (অপু ঠাকুর) আহ্বায়ক ও সাইফ হাসান খান সাকিবকে সদস্যসচিব করা হয়। এ ঘোষণার পর থেকেই তার এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে অপু ঠাকুর বলেন, দেশের রাজনৈতিক পরিস্থিতি একটি ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে। আশা করি- বাংলাদেশ উন্নত বিশ্বের মতো মাথা উঁচু করে দাঁড়াবে।
বক্তব্যে তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা স্বরণ করে সবাইকে তার সুস্থতার জন্য দোয়া করার অনুরোধ জানান।
তিনি আরো বলেন, উন্নয়নের জোয়ারের কথা বহুবার শোনা গেলেও বাস্তব চিত্র ভিন্ন। আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী এলাকায় এখনো ১১৭৬ বর্গ কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। ফরিদপুর বিভাগ ঘোষণার কার্যক্রম এগোলেও এখনো একটি সরকারি বিশ্ববিদ্যালয় নেই। জন্মস্থান বোয়ালমারীর একমাত্র সরকারি কলেজে অর্নাস শাখা চালু হয়নি। হাসপাতালগুলোতে চিকিৎসা সেবার মান নিন্ম; ডাক্তাররা নিজেরাই পর্যাপ্ত সেবার পরিবেশ পান না। এছাড়া মাদক প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে এবং পরিবারগুলো এতে জর্জরিত। মানুষের জীবনমান উন্নয়নের জন্য আমি অবিরত কাজ করতে চাই।



