আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর-১(শিবচর) আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরীর নেতৃত্বে বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেলে শিবচর পৌরসভা, মাদবরেরচর,পাঁচ্চরসহ বিভিন্ন এলাকায় বিশাল র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় মাদারীপুর-১ (শিবচর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিএনপির সাবেক সংসদ সদস্য নাভীলা চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলাম। তখন আমি অল্প ভোটে হেরে যাই। এরপর ২০০১ সালে আমি বিএনপি থেকে নমিনেশন পেয়েছিলাম। তখন আমার নমিনেশন কেড়ে নেয়া হয়েছিলো। তারপরে ম্যাডাম খালেদা জিয়া আমাকে আশ্বস্ত করেছিলন, তুমি এলাকায় গিয়ে বিএনপির জন্য কাজ করো। তোমাকে অবশ্যই মূল্যায়ন করা হবে। শিবচরের জনগণের ভালোবাসায় আমি সত্যিই মুগ্ধ। দলের প্রতি আমার যে দীর্ঘদিনের ত্যাগ ও অবদান রয়েছে। আমি বিশ্বাস করি, বিএনপির কেন্দ্রীয় নেতারা আমাকে মনোনয়ন দেবেন। দীর্ঘ ১৮ বছর দলের জন্য অনেক পরীক্ষা দিয়েছি। তবু দল ছেড়ে যাইনি। শহীদ জিয়াউর রহমানকে ভালোবেসে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত হয়েছি। বিএনপির প্রতি আমার গভীর ভালোবাসা ও আবেগ। দুঃসময়ে দলের সাথে ছিলাম, এখনো আছি এবং ভবিষ্যতে ও থাকবো, ইনশাআল্লাহ।’
গণসংযোগ চলাকালে নেতাকর্মীদের উৎসাহ এবং স্থানীয় মানুষের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এলাকায় গণমানুষের পাশে রয়েছেন নাভীলা চৌধুরী। এ কারণে জনগণের মধ্যে তার প্রতি আস্থাও ভালোবাসা রয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শিবচর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান, শিবচর উপজেলা বিএনপির সদস্য বাকাউল করিম খান, শিবচর উপজেলা যুবদল নেতা খলিলুর রহমান, সোহাগ বেপারীসহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের শত শত কর্মীরা।



