বিজিবির সাথে পতাকা বৈঠকে বাংলাদেশী যুবককে ফেরত দিলো বিএসএফ

ভারতে সীমান্তে আটক মো: নাদের হোসেন (২৫) নামের এক বাংলাদেশী যুবককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সিরাজুল ইসলাম ফরায়েজী, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

Location :

Chauddagram
বিজিবির সাথে পতাকা বৈঠকের পর মো: নাদের হোসেনকে ফেরত দিলো বিএসএফ
বিজিবির সাথে পতাকা বৈঠকের পর মো: নাদের হোসেনকে ফেরত দিলো বিএসএফ |নয়া দিগন্ত

অবৈধ অনুপ্রবেশের দায়ে কুমিল্লার চৌদ্দগ্রামে ভারতে সীমান্তে আটক মো: নাদের হোসেন (২৫) নামের এক বাংলাদেশী যুবককে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সাথে পতাকা বৈঠকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার দুপুরে পতাকা বৈঠকের পর থাকে ফেরত দেয়া হয়।

নাদের হোসেন পৌরসভার বৈদ্দেরখিল গ্রামের মানি মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে নাদের হোসেনসহ তিন যুবক সীমান্তবর্তী বৈদ্দেরখিল ২১০৯ নম্বর পিলার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এসময় ৬৯-ভারতের বিএসএফ ব্যাটালিয়ন রাধানগর ক্যাম্পের হাতে নাদের হোসেন আটক হন এবং অপর দু’জন- আবদুল জলিলের ছেলে রনি (২৫) ও ফটিক মিয়ার ছেলে সবুজ (২৯) পালিয়ে যান। এ ঘটনা জানাজানি হলে দুপুর সাড়ে ১২টায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।

এদিন সন্ধ্যায় বিজিবি আটগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আক্তারুজ্জামান নাদেরের নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে চৌদ্দগ্রাম মামলা দায়ের করেন।

চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হিলাল উদ্দিন আহমেদ বলেন, ‘বিজিবি অবৈধ অনুপ্রবেশের অপরাধে মামলা দায়েরের পর এক যুবককে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।’