কুমিল্লা-৪ (দেবিদ্বার) সংসদীয় আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন খেলাফত মজলিসের প্রার্থী মাওলানা মজিবুর রহমান।
সোমবার (২৬ জানুয়ারি) সকালে টেলিফোনে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
মাওলানা মজিবুর রহমান জানান, জোটগত ঐক্য ও সংহতি সুসংহত রাখার স্বার্থে তিনি নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। জোটের কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে এখন থেকে তিনি ১১ দলীয় জোটের অভিন্ন প্রার্থী হাসনাত আবদুল্লাহর বিজয় নিশ্চিত করতে মাঠে সক্রিয়ভাবে কাজ করবেন বলে জানান।
তিনি আরো জানান, এটি কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; বরং বৃহত্তর রাজনৈতিক ঐক্যের স্বার্থেই তিনি ‘শাপলা কলি’ প্রতীকের পক্ষে কাজ করছেন। জোটবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আগামী নির্বাচনে তাদের প্রার্থীর বিজয় সুনিশ্চিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।
এর আগে, রোববার (২৫ জানুয়ারি) সকাল থেকে দেবিদ্বার উপজেলার বিভিন্ন গ্রামে হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী পদযাত্রা ও গণসংযোগে অংশ নেন মাওলানা মজিবুর রহমান। এ সময় তিনি সাধারণ ভোটারদের শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে তিনি নির্বাচনে লড়ে যাওয়ার ঘোষণা দিলেও পরে জোটের সিদ্ধান্ত অনুযায়ী হাসনাত আব্দুল্লাহর পক্ষে অবস্থান নেন, যা স্থানীয় রাজনীতিতে আলোচনার সৃষ্টি করেছে।



