মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকায় ডোবা থেকে লক্ষ্মী রাজবংশী (৯৫) নামের এক প্যারালাইজড বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে স্থানীয়রা বাড়ির সামনের ডোবায় লাশ ভাসতে দেখে থানায় খবর দিলে সাটুরিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
লক্ষ্মী রাজবংশী উপজেলার দড়গ্রাম ইউনিয়নের পূর্ব বটতলা এলাকার হাকিম হাওলাদারের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে প্যারালাইজড অবস্থায় শয্যাশায়ী ছিলেন বলে জানা গেছে।
লক্ষ্মী রাজবংশীর ছেলে ঝন্টু রাজবংশী জানান, ‘গতকাল রোববার রাত ১টার দিকে মায়ের ঘরে গিয়ে তাকে না পেয়ে সারারাত খোঁজাখুঁজি করেছি। সকালে দেখি বাড়ির সামনের ডোবায় মায়ের লাশ ভেসে আছে।’
স্থানীয় বাসিন্দা লিমন কাজী বলেন, ‘লক্ষ্মী রাজবংশী পাঁচ বছর ধরে প্যারালাইজড ছিলেন। তার হাঁটার সক্ষমতা ছিল না। তিনি নিজে কিভাবে ডোবার কাছে গেলেন, তা নিয়ে সন্দেহ রয়েছে। আমরা ঘটনার সঠিক তদন্ত ও বিচার দাবি করছি।’
প্রতিবেশী রানী রাজবংশী বলেন, ‘তিনি দীর্ঘদিন ধরে চলাফেরায় অক্ষম ছিলেন। হঠাৎ করে ডোবার কাছে গিয়ে পড়ে যাওয়া অসম্ভব বলে মনে হয়।’
নিহতের বড় মেয়ে কামনা রাজবংশী জানান, ‘আমার মা দু’বছর ধরে আমার সাথে টাঙ্গাইলের নাগরপুরে ছিলেন। আমার তিন ভাইয়ের কেউ তার ভরণ-পোষণ করত না, তাই আমি মাকে নিয়ে রেখেছিলাম। আট দিন আগে বড় ভাই রঞ্জিত এসে মাকে নিয়ে যায়। এখন তার কাছ থেকে নিয়ে যাওয়াই কাল হলো।’
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহীনুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। মৃত্যুর কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন জানান, আমরা ঘটনার সত্যতা উদঘাটনের চেষ্টা করছি। খুব শিগগিরই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।



