চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার স্থানীয় এক বাসিন্দার ঘরের ছাদ থেকে প্রায় ১০ ফুট দৈর্ঘ্যের একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ সোহেলের ঘরের ছাদ থেকে অজগরটি উদ্ধার করে স্থানীয়রা।
পরে অজগরটি উদ্ধার করে বিকেলে পটিয়া হাইদগাঁও বনে অবমুক্ত করেন বনবিভাগের সদস্যরা।
ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিমের সদস্য অয়ন মল্লিক বলেন, ‘বার্মিজ প্রজাতির অজগরটির দৈর্ঘ্য প্রায় ১০ ফুট এবং ওজন আনুমানিক ২২ কেজি হবে।’
ওয়াইল্ড লাইফ রেসকিউ টিম বাংলাদেশের প্রতিষ্ঠাতা নাইম উদ্দিন বিজয় জানান, ‘গত একমাসে চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে প্রায় অর্ধশত অজগরসহ বিভিন্ন প্রজাতির সাপ ও সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।’
উল্লেখ্য, এর আগে গত ৬ অক্টোবর পটিয়া কলেজের একটি বটগাছ থেকেও একটি বার্মিজ অজগর উদ্ধার করা হয়।