রাজশাহীতে বিনোদপুর এলাকায় ইসলামী ব্যাংক অ্যাজেন্ট ব্যাংকিং শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় ১০ মাস পর ইমন নামে সন্দেহভাজন এক আসামিকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ জুন) সকালে নগরী থেকে ইমনকে গ্রেফতার করা হয়। আটক ইমন কাটাখালি থানার নওদাপাড়া গ্রামের এমদাদের ছেলে বলে জানা গেছে।
পুলিশ জানায়, একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় স্থানীয়দের সহায়তায় সোমবার সকালে নগরী থেকে ইমনকে গ্রেফতার করে কাটাখালি থানা পুলিশ। তিনি ২০২৪ সালের ১ আগস্ট ইসলামী ব্যাংক অ্যাজেন্ট ব্যাংকিং শাখার ১০ লাখ ৭২ হাজার টাকা ছিনতাই মামলারও সন্দেহভাজন আসামি বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করে কাটাখালি থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন গণমাধ্যমকে জানান, ইমনকে অটোরিকশা ছিনতাই মামলায় থানায় আনা হয়। পরে জানা যায়, তিনি আগের একটি ছিনতাইয়ের সাথেও জড়িত। যেহেতু ওই ছিনতাইয়ের মামলাটি মতিহার থানায়, তাই তাদের সাথে যোগাযোগ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১ আগস্ট বিকেল সাড়ে ৩টার দিকে কাটাখালি ইসলামী ব্যাংক অ্যাজেন্ট শাখার কর্মকর্তা মো: হাসানুল বান্না একটি কালো ব্যাগে গ্রাহকদের জমা করা ১০ লাখ ৭২ হাজার টাকা নিয়ে বিনোদপুর শাখায় যাচ্ছিলেন। পথে আইবিএ ভবনের সামনে পৌঁছালে দু’টি মোটরসাইকেলযোগে আসা তিন থেকে চারজন ব্যক্তি তার অটোরিকশা গতিরোধ করে।
ওই সময় অভিযুক্তরা তাকে চাকু দেখিয়ে নামিয়ে তার কাছ থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয় এবং দ্রুততম সময়ে মোটরসাইকেলে পালিয়ে যায়। ওই ঘটনার পরদিন ব্যাংকের শাখা ইনচার্জ ও প্রোপাইটর মুহাম্মদ ওবায়েদুর রহমান মতিহার থানায় একটি ছিনতাই মামলা করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, ইসলামী ব্যাংক অ্যাজেন্ট শাখার টাকা ছিনতাইয়ের ঘটনায় করা মামলার বাদি আমাদের মৌখিকভাবে অবগত করেছেন। আমরা অভিযুক্তকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন করেছি। আদালতের আদেশ সাপেক্ষে তার বিরুদ্ধে আইনিব্যবস্থা নেয়া হবে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই অসিত কুমার গণমাধ্যমকে জানান, তাকে গ্রেফতার দেখানোর জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। শুনানি শেষে আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। প্রয়োজন হলে ইমনের রিমান্ডের আবেদন করা হবে।