খাগড়াছড়ির চেঙ্গী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টা পাড়ায় চেঙ্গী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

খাগড়াছড়ি প্রতিনিধি

Location :

Khagrachari
চেঙ্গী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার
চেঙ্গী নদী থেকে কিশোরের লাশ উদ্ধার |নয়া দিগন্ত গ্রাফিক্স

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় চেঙ্গী নদী থেকে অজ্ঞাত পরিচয় এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বোয়াট্টা পাড়ায় চেঙ্গী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, দুপুরে মহালছড়ির সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বোয়াট্টা পাড়ার চেঙ্গী নদীতে একটি লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে। যুবকের গায়ে শার্ট-প্যান্ট পরা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে মহালছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, চেঙ্গী নদীতে লাশটি ভেসে আসতে দেখে স্থানীয় লোকজন। পরে তারা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। বয়স আনুমানিক ১৫ থেকে ১৬ বছর বলে ধারণা করা হচ্ছে। আমরা লাশ থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্তের জন্য লাশটি খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।