কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খলিশাকোটাল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফ কর্তৃক পাকা সড়ক নির্মাণের চেষ্টাকে কেন্দ্র করে আবারো উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ নিয়ে সোমবার (১২ জানুয়ারি) বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
এর আগে, বিএসএফের সড়ক নির্মাণের উদ্যোগের বিরুদ্ধে বিজিবি একাধিক পতাকা বৈঠক ও প্রতিবাদ জানায়। গত শুক্রবার (৯ জানুয়ারি) কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বিজিবির কট্টর অবস্থানের কারণে কাজ সাময়িক স্থগিত হয়। তবে রোববার (১১ জানুয়ারি) সকালে বিএসএফ পুনরায় সড়ক সংস্কার শুরু করলে সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পায়।
স্থানীয়রা জানান, বিএসএফ পূর্বের প্রতিশ্রুতি রক্ষা করেনি এবং সকাল থেকে বিকেল পর্যন্ত একাধিক গাড়িতে মাটি এনে সড়ক ভরাট করেছে।
সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার নম্বর ৯৩৪-এর সাব পিলার ১ এস-এর পাশে অনুষ্ঠিত বৈঠকে বিএসএফের পক্ষে পাঁচ সদস্যের টিম উপস্থিত ছিলেন, যার নেতৃত্ব দেন কোম্পানি কমান্ডার পিকে রাও। বাংলাদেশের পক্ষ থেকে লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমামের নেতৃত্বে চার সদস্যের একটি দল অংশ নেন।
লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম বলেন, ‘বিএসএফ সদস্যরা জানিয়েছে, তারা নতুন রাস্তা নির্মাণ করছে না; এটি পুরোনো রাস্তার সংস্কার। বর্তমানে সংস্কার কাজ আপাতত বন্ধ রয়েছে।’
তিনি আরো বলেন, ‘পতাকা বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিএসএফ লিখিতভাবে আমাদের জানালে বিজিবির সার্ভেয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করবেন। যদি প্রতীয়মান হয় যে এটি শুধুমাত্র সংস্কার কাজ, তবে তারা কাজ চালাতে পারবে; নতুন রাস্তা নির্মাণের অনুমতি কোনো অবস্থাতেই দেয়া হবে না।’



