খুলনা জেলা কারাগারে প্রভাব বিস্তার নিয়ে দুই মাদক সম্রাটের সমর্থকদের মধ্যে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে ঘটনায় বন্দিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
শনিবার (১৮ অক্টোবর) বিকেলে কারাগারের অভ্যন্তরে এ ঘটনা ঘটে।
কারাগার সূত্র জানায়, বিকেল পৌনে ৫টার দিকে জেলা কারাগারের অভ্যন্তরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে খুলনার মাদক সম্রাট রনি চৌধুরী বাবু ওরফে গ্রেনেড বাবুর সমর্থকদের সাথে প্রতিপক্ষ অপর দুই মাদক সম্রাট শিমুল ও কালা লাভলু গ্রুপের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে হাতাহাতি, ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বন্দিদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এ সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানা যায়নি। খবর পেয়ে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কারাগারের সামনে গেলেও তারা ভেতরে প্রবেশ করেনি।
খুলনা জেলা কারাগারের সুপার মো: নাসির উদ্দিন জানান, ‘বিকেলে বাবু ও লাবলু গ্রুপের সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি ও পরে মারামারির ঘটনা ঘটে। আধাঘণ্টার বেশি সময় ধরে এ মারামারি চলে। পরে কারারক্ষীরা লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে কয়েকজন সামান্য আহত হয়েছেন।’



