মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১০ বোতল বিদেশি মদসহ শওকত হোসেন তুহিন (২৭) ও সাইফুল ইসলাম (২৮) নামের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের মধ্য মহাকালী এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেফতার তুহিন মধ্য মহাকালী এলাকার তোবারক মাদবরের ছেলে ও সাইফুল রামপাল এলাকার শরীফ সিকদারের ছেলে। তারা দু’জনই মুন্সীগঞ্জ জেলার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে সদর উপজেলার মহাকালী ইউনিয়নের মধ্য মহাকালী এলাকায় অভিযান চালিয়ে হোসেনের গ্যারেজের সামনে থেকে তুহিন ও সাইফুলকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
মুন্সিগঞ্জ ডিবি ওসি ইশতিয়াক রাসেল জানান, এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



