শ্রীনগরে সাপের কামড়ে শিশুর মৃত্যু

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উসমান গনিকে সাপে দংশন করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

আব্দুর রকিব, শ্রীনগর (মুন্সীগঞ্জ)

Location :

Sreenagar

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সাপের কামড়ে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ জুলাই) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মিটফোর্ট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।

শিশুটির নাম মো: উসমান গনি। সে শ্রীনগর উপজেলার বাড়ৈখালী ইউনিয়নের খাহ্রা গ্রামের মুফতি সোলায়মান মুন্সীর ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে উসমান গনিকে সাপে দংশন করে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, মিটফোর্ট হাসপাতালের আইসিইউতে উসমান গনি মারা যায়। ঘরের ভেতরে লুকিয়ে থাকা পদ্মগোখরা নামক বিষধর সাপের কামড়ে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য মো: ছায়েদ হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন।