নরসিংদীর বেলাব উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ কমলকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে উপজেলার পাটুলি ইউনিয়নের সুটুরিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাব্বির আহমেদ একই গ্রামের মো: মতিউর রহমান ভূঁইয়ার ছেলে।
পুলিশ জানায়, জাতীয় নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিতকরণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও ফ্যাসিস্ট টেরোরিস্টদের দমনে ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২‘ পরিচালনাকালে তাকে গ্রেফতার করা হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, সন্ত্রাস দমন আইনের মামলার সাথে জড়িত থাকায় এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা থাকার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বেশ কিছু অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।



