ছেলের মৃত্যুর খবর শুনে হৃদরোগে আক্রান্ত বাবা, হাসপাতালে ভর্তি

‘মালাকারের বাবা অজ্ঞান হলেও হাসপাতালে নেয়ার পর তার জ্ঞান ফিরেছে।’

আসহাবুজ্জামান শাওন, কমলগঞ্জ (মৌলভীবাজার)

Location :

Maulvibazar
শ্রীবাস মালাকার
শ্রীবাস মালাকার |সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মালাকারের মৃত্যুর সংবাদ শুনে তার বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, নারিকেল গাছ পরিষ্কার করতে যান শ্রীবাস মালাকার। এ সময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির আহমেদ সত্যতা নিশ্চিত করে বলেন, মালাকারের বাবা অজ্ঞান হলেও হাসপাতালে নেয়ার পর তার জ্ঞান ফিরেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো: মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ নিয়ে দাহ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।