ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে বরিশালে পিকআপ ভ্যান র্যালি করেছে ছাত্র-জনতা।
সোমবার (১২ জানুয়ারি) দুপুরে নগরীর অশ্বিনী কুমার হল চত্বর থেকে তিনটি পিকআপ ভ্যান নিয়ে এই র্যালি বের হয়। যা বরিশাল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনী কুমার হলের সামনে শেষ হয়।
র্যালিতে তারা ওসমান বিন হাদি হত্যার বিচার চেয়ে বিভিন্ন স্লোগান দেন।
সংগঠক জিয়াউর রহমান নাইম বলেন, ওসমান বিন হাদি হত্যার দৃশ্যমান কোনো কার্যক্রম দেখতে পাইনি। বরিশালের ছাত্র-জনতা হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলন করলেও অপরাধীদের বিচারের আওতায় আনতে পারেনি সরকার। দেশে বিচারহীনতার যে সংস্কৃতি চালু হয়েছে তা বন্ধ হোক। দ্রুত সময়ের মধ্যে ওসমান বিন হাদি হত্যায় জড়িত সকলকে বিচারের আওতায় আনতে হবে। যতক্ষণ পর্যন্ত দায়ীদের আইনানুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা না হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।’



