শিক্ষকদের ন্যায়সঙ্গত অধিকার নিশ্চিত করা হবে : ড. হামিদুর রহমান আযাদ

‘শিক্ষকসমাজ সম্মানিত হলে জাতি সম্মানিত হবে। শিক্ষকদের পেছনে রেখে কোনো দেশ উন্নয়নের দিকে যেতে পারে না।’

মুহাম্মদ তারেক, মহেশখালী (কক্সবাজার)

Location :

Maheshkhali
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হামিদুর রহমান আযাদ
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. হামিদুর রহমান আযাদ |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ, এইচ.এম হামিদুর রহমান আযাদ বলেছেন, শিক্ষক সমাজ সবসময় অবহেলিত, আগের সরকারগুলো শিক্ষকদের সাথে ভালো আচরণ করেনি। শিক্ষকদের অধিকারের কথা বলতে তাদেরকে সবসময় রাজপথে আন্দোলন করতে হয়েছে, রাজপথে অনেক শিক্ষককে নির্যাতন করা হয়েছে, জীবন দিতে হয়েছে।

শনিবার (১৬ আগস্ট) বিকেলে মহেশখালী উপজেলা হলরুমে আদর্শ শিক্ষক ফেডারেশনের মহেশখালী উপজেলা সভাপতি মাস্টার আব্দুল মান্নানের সভাপতিত্বে ও মাস্টার আনসারুল্লাহ হেলালীর সঞ্চালনায় অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন।

হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শিক্ষকবান্ধব সংগঠন। জামায়াতে ইসলামী জনগণের সহযোগিতায় রাষ্ট্রের দায়িত্ব পেলে শিক্ষকদের অধিকার আদায়ে আর আন্দোলন করতে হবে না।

তিনি বলেন, শিক্ষকসমাজ সম্মানিত হলে জাতি সম্মানিত হবে। শিক্ষকদের পেছনে রেখে কোনো দেশ উন্নয়নের দিকে যেতে পারে না।

তিনি বলেন, বাংলাদেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির মাধ্যমে জাতীয় করণের দাবি উপস্থাপন করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী।

তিনি আরো বলেন, বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন মহেশখালী উপজেলা দ্বীপ হিসেবে তালিকাভুক্ত ছিল, মহেশখালীর উত্তর প্রান্তে একটি ব্রিজ নির্মাণ হলেও আধুনিক যোগাযোগ থেকে বিচ্ছিন্ন। মহেশখালী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চাকরিরত হাজারো শিক্ষক সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, অবহেলিত। তাই দ্বীপ হিসেবে মহেশখালী উপজেলাকে অন্তর্ভুক্ত করে মহেশখালীতে চাকরিরত সকল কর্মকর্তা কর্মচারীদের অবিলম্বে দ্বীপ ভাতা প্রদানের জন্য সরকারের প্রতি জোর দাবি জানাই।

আদর্শ শিক্ষক ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াত ইসলামী কক্সবাজার জেলা জামায়াতের সাবেক আমির ও চট্টগ্রাম অঞ্চল পরিচালক মৌলানা মোস্তাফিজুর রহমান।