নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মো: সবুজ (৩৫) নামে যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
মো: সবুজ আড়াইহাজার উপজেলার মারুয়াদি এলাকার নুর মোহাম্মদের ছেলে। তিনি মাছ ব্যবসায়ী বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সাদিপুর ইউনিয়নের বড়িবাড়ি এলাকার রাস্তার পাশে সকালে স্থানীয়রা একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। স্থানীয়দের ধারণা, দুবৃর্ত্তরা তাকে রাতে হত্যা করে লাশ ফেলে গেছে।
সবুজের স্ত্রী রেহেনা আক্তার জানান, তিনি গত ১১ জুন দুপুর থেকে রূপগঞ্জের ভূলতা গাউছিয়া থেকে নিখোঁজ ছিলেন। সে আড়াইহাজারে মাছের ব্যবসা করেন।
তালতলা তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।