বরিশালের মুলাদী পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুল মাঠে ওই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মুলাদী পৌরসভার জামায়াতের আমির অধ্যক্ষ মো: হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: আবু সালেহ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার ফুয়াদ বলেন ‘শহীদ শরিফ ওসমান হাদি ছিলেন দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ন্যায়ের পক্ষে আপসহীন এক সংগ্রামী কণ্ঠ। তাকে নির্মমভাবে প্রকাশ্যে জুমার নামাজের পর হত্যা করলেও আজও বিচার না হওয়ায় দেশের জনগণ ক্ষুব্ধ। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’
দোয়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা: মাওলানা মোরশেদ আলম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবদুল মোতালেব, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুল্লাহ আহাদ, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের সভাপতি মাওলানা সালাউদ্দিন কাওসার, মুলাদী আল-রাজী ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক মো: ইব্রাহীম হোসেন, মকবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজের ভাইস প্রিন্সিপাল এস এম ইখতিয়ার অলি।



