ছেলের লাশ দেখে মায়ের মৃত্যু

সকালে লাশ গ্রামের বাড়িতে আনার পর পরই প্রিয় ছেলের লাশ দেখতে না দেখতেই শোকে জ্ঞান হারিয়ে ফেলেন মা রেহেলা আক্তার। পরে আর জ্ঞান ফেরেনি তার।

সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

Location :

Manikganj
ছেলের লাশ দেখে স্ট্রোক করে মায়ের মৃত্যু
ছেলের লাশ দেখে স্ট্রোক করে মায়ের মৃত্যু |প্রতীকী ছবি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ছেলের মৃত্যুর পাঁচ মিনিট পেরোতেই শোক সইতে না পেরে হার্ট অ্যাটাকে মারা গেছেন মা রেহেলা আক্তার (৬৯)।

রোববার (১৯ অক্টোবর) সকালে উপজেলার ধানকোড়া ইউনিয়নের সাহেবপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মরহুম আনছার আলীর ছোট ছেলে আব্দুল আওয়াল (৪১) গত কয়েক দিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানী সংলগ্ন সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে ২টার দিকে তার মৃত্যু হয়।

পরে আজ সকালে তার লাশ গ্রামের বাড়িতে আনার পর পরই প্রিয় ছেলের লাশ দেখতে না দেখতেই শোকে জ্ঞান হারিয়ে ফেলেন মা রেহেলা আক্তার। পরে আর তার জ্ঞান ফেরেনি। বাড়িতেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

মর্মান্তিক এ ঘটনার বিষয় নিশ্চিত করে নিহত আওয়ালের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ‘ছোট ভাইয়ের মৃত্যু ছিল আমাদের পরিবারের জন্য গভীর শোকের। কিন্তু মা যেভাবে তার মৃত্যুর খবর শুনে চলে গেলেন তা কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়!’

এদিকে ছেলের সাথে মায়ের এমন মৃত্যুতে এলাকায় শোকের মাতম বইছে।