মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জনসভা

বরিশালের মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

ভূঁইয়া কামাল, মুলাদী (বরিশাল)

Location :

Muladi
মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জনসভা
মুলাদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে জনসভা |নয়া দিগন্ত

বরিশাল জেলার মুলাদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের উদ্যোগে রোববার (২৬ অক্টোবর) বিকেল ৩টার দিকে মুলাদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, গণহত্যা বিচার ও সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।

মুলাদী উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ সভাপতি এফ এম মাইনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির (পীর সাহেব চরমোনাই) মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

প্রধান বক্তা ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের সংসদ পদপ্রার্থী উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম।

দলের আমির বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনে হাতপাখার মনোনীত প্রার্থী হিসেবে উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলামের হাতে হাতপাখা তুলে দিয়ে তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

এ সময় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া সম্পাদক মাওলানা কে এম শরীয়ত উল্লাহ, কেন্দ্রীয় সদস্য হাফেজ মাওলানা ওবায়দুল্লাহ বরকত, বরিশাল জেলা জয়েন্ট সেক্রেটারি মাওলানা মোহাম্মদ হাফিজুর রহমান, জাতীয় ইমাম সমিতির বরিশাল জেলা সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ কাজী মাওলানা ইসমাইল হোসেন, মুলাদী উপজেলা ইসলামী আন্দোলনের সহ-সভাপতি আলাউদ্দিন ঢালী, সাধারণ সম্পাদক মাওলানা ক্বারি মুহাম্মদ আবুল কাশেম জিহাদী, মুলাদী পৌরসভা ইসলামী যুব আন্দোলনের সভাপতি এইচ এম আলমগীর হোসেন ও উপজেলা বিভিন্ন ইউনিয়নের দলের শতশত নেতা-কর্মী উপস্থিত ছিলেন।