সিলেট তামাবিল মহাসড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ কাজিম আহমেদ নামে এক মাদককারবারীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৭ মার্চ) রাত ১১টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর গ্যাসফিল্ড সেনাক্যাম্পে ইনফ্রেন্টি রেজিমেন্ট ২৭ বীর ইউনিটের ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
এ সময় সেনাবাহিনীর টিম সেনা ক্যাম্পের সামনে চেকপোস্টের মাধ্যমে তামাবিল মহাসড়কে একটি ডিআই পিকআপ তল্লাশি করে ৬০ কেজি গাঁজাসহ কাজিম আহমেদকে আটক করা হয়।
আটক হওয়া কাজিম আহমেদ উপজেলার দরবস্ত এলাকার মরহুম শহীদ মিয়ার ছেলে বলে জানা গেছে।
ক্যাপ্টেন ইফফাতুর রহমান আফ্রিদ জানান, মাদক পরিবহনে ব্যবহৃত ডিআই পিকআপসহ ৬০ কেজি গাঁজা সেনাবাহিনীর হেফাজতে রাখার পর শুক্রবার দুপুরে সিলেট-৪৮ বিজিবির কাছে হস্থান্তর করা হয়েছে। অপরাধী দীর্ঘদিন ধরে গাঁজা সংগ্রহ করে সিলেট শহরের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন।